জীবননগর পাথিলা ফার্মের উপপরিচালক লাঞ্ছিত

জীবননগর ব্যুরো: এশিয়ার বৃহত্তম কৃষিফার্ম হিসেবে খ্যাত দত্তনগর বীজবর্ধন খামারের পাথিলা উপখামারের উপপরিচালক সেলিম হায়দার লাঞ্ছিত হয়েছেন। পানিতে নিমজ্জিত ধান বাঁচানোর জন্য তিনি ব্রিজের নিচে পদ্মা-গঙ্গা বিল সমিতির দেয়া বাঁধ কেটে অপসারণ করায় যুব ও ছাত্রলীগ নামধারী কয়েকজন যুবক তাকে লাঞ্ছিত করে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুটিয়া-সোন্দাহ-তেঁতুলিয়া মৎস্য সমবায় সমিতি পদ্মা-গঙ্গা বিল ইজারা নিয়েছে। অতিবর্ষনের কারণে বিলের পানি ফার্মের ধানি জমিতে প্রবেশ করেছে। সেই সাথে মাছও ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। এ মাছ ঠেকানোর জন্য বিল সমিতি ফার্মের একটি ব্রিজের নিচে বাঁধ দিয়েছে। এ বাঁধ দেয়ার ফলে পানিবদ্ধ হয়ে পালিথা ফার্মের শতাধিক একর ধান নিমজ্জিত হয়ে বিনষ্ট হতে চলেছে। এ অবস্থায় উপপরিচালক ধান বাঁচাতে ব্রিজের নিচে দেয়া বাঁধ অপসারণের নির্দেশ দেন। গতকাল সোমবার এ বাঁধ অপসারণ করা হয়। বাঁধ অপসারণ করায় মাছ বেরিয়ে গেছে এ অভিযোগ তুলে যুবলীগ ও ছাত্রলীগ নামধারী উচ্ছৃঙ্খল কিছু যুবক পাথিলা ফার্মে চড়াও হয়ে উপপরিচালক সেলিম হায়দারকে লাঞ্ছিত করে। তারা উপপরিচালককে মারপিটসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অপসারণকৃত বাঁধ পুরনায় বেঁধে দেয়ার নির্দেশ প্রদান করে।

এ ব্যাপারে উপপরিচালক সেলিম হায়দারের সাথে যোগাযোগ করা হলে তাকে জুয়েল ও ওয়াসিমের নেতৃত্বে কয়েকজন যুবক অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করেছেন। তবে তিনি লাঞ্ছিত করার কথা অস্বীকার করেন।

Leave a comment