স্টাফ রিপোর্টার: সদালাপী অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। গতকাল সোমবার দুপুর ৩টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর পিতা। জেলা যুবলীগ আহ্বায়ক জিপু চৌধুরীর পিতার মৃত্যুর খবরে চুয়াডাঙ্গায় নেমে আসে শোকের ছায়া। গতরাত বাদ এশা সিঅ্যান্ডবি কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। অসংখ্য মুসল্লি নামাজে জানাজা ও দাফন কাজে শরিক হন।
লুৎফর রহমান চৌধুরী মারা গেছেন- খবর পেয়ে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আসাদুল হক বিশ্বাস, সাবেক পৌর চেয়ারম্যান জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, সাবেক যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবির, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক জিএস রাশেদুজ্জামান বাকি, যুবলীগ নেতা গোলাম মোস্তফা লালাসহ রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ দলমত নির্বিশেষ সকলেই ছুটে যান চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জপাড়াস্থ শোকার্ত বাড়িতে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি আলী আজগার টগর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য শামসুল আবেদীন খোকন, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদুসহ অনেকে।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার নাস্তিপুর গ্রামের মৃত পরান চৌধুরীর ছেলে লুৎফর রহমান চৌধুরী দীর্ঘদিন আগে কেদারগঞ্জপাড়ায় বসবাস শুরু করেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতার পর তিনি আলুকদিয়ার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে অবসরগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন। পরিবারের সদস্যরা বলেছেন, তিনি বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন। তাকে নেয়া হয় ঢাকায়। অপারেশন করা হয়। দেড় সপ্তা আগে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। গতকাল বিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।