স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ কামরুল ইসলাম, আলমডাঙ্গা এসিল্যান্ড সোনিয়া হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা এসিল্যান্ড মারুফুল আলম, দামুড়হুদা উপজেলা এসিল্যান্ড আব্দুল হালিম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারজানা খানম, সৈয়দা নাফিস সুলতানা, টুকটুক তালুকদার, মুসফিকুল হালিম ও আবু তাহের মো. সামসুজ্জামান। চুয়াডাঙ্গা জেলা ভূমি অফিসার কল্যাণ সমিতির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ভূমি অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌর সহকারী ভূমি কর্মকর্তা আতিকুল হক সন্টু, সহসভাপতি মাহাতাব উদ্দিন, সাদ আহম্মদ, ইউনুস আলী প্রমুখ। বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপঢৌকন প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদের বিদায়
