স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পান্না সিনেমাহল প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞ শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে সোনাতন ধর্মালম্বী দুস্থদের মাঝে শাড়ি, ধুতি বিতরণের মধ্যদিয়ে উদ্বোধন করেন আয়োজক দিলীপ কুমার আগরওয়ালার মা।
গতবছরও একই স্থানে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়। এবারও অভিন্ন আয়োজনে সকলকে অংশ নেয়ার অহ্বান জানানো হয়েছে। দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, মহানামযজ্ঞে মানিকগঞ্জের শান্তি নিকেতন সম্প্রদায়, খুলনার নিত্যানানন্দ সম্প্রদায়, শিশু কৃষ্ণ সম্প্রদায়, বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জের রাধে শ্যাম সম্প্রদায়, মাগুরার নববিশ সম্প্রদায়, চুয়াডাঙ্গার সোনাতন সৎ সংঘ সম্প্রদায় এবার অংশ নিচ্ছে। এছাড়াও রয়েছে গোষ্ঠ পরিবেশনা। ফরিদপুরের ১৬ বছরের শিশু শ্রী শ্রী রাধা মাধব সম্প্রদায়।