গাংনীর শিক্ষক শহীদুল ইসলামের ইন্তেকাল

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রাক্তন বিএসসি শিক্ষক শহিদুল ইসলাম (৬৭) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার সকালে গাংনী মহিলা কলেজপাড়ার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৩টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নিজ গ্রাম বাদিয়াপাড়ায় বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের স্বনামধন্য এ শিক্ষক ছিলেন সকলের প্রিয়পাত্র। তার অসংখ্য ছাত্রছাত্রী এখন দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কর্মরত। তিনি ছাত্রছাত্রীদের কাছে যেমনি ছিলেন সবচেয়ে পছন্দের শিক্ষক তেমনি সহকর্মীদের কাছে ছিলেন প্রিয় অভিভাবক। গাংনী হাইস্কুলকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তার অবদান অনস্বীকার্য বলে জানান কয়েকজন শিক্ষক ও তার ছাত্র। প্রতিষ্ঠানটি এক সময় যে সুনাম কুড়িয়েছিলো তাতে শহিদুল ইসলাম স্যারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে প্রিয় শিক্ষকের মুখ শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করে হাজারো মানুষ।