জীবননগর ব্যুরো: জীবননগর-কালীগঞ্জ সড়কের বিজিবি চেকপোস্টের নিকট মোটরসাইকেলের ধাক্কায় আহত আব্দুর রাজ্জাক ঠাণ্ডু মারা গেছেন। দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার তার লাশ বাড়িতে আনা হলে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, জীবননগর উপজেলার বাঁকা আঁশতলাপাড়ার মৃত খোদা বকসের ছেলে আব্দুর রাজ্জাক ঠাণ্ডু (৫২) গত ৭ অক্টোবর বাইসাইকেলযোগে জীবননগর আসছিলেন। বেলা ১১টার দিকে বিজিবি চেকপোস্টের নিকট পৌঁছুলে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারান। জখম অবস্থায় ঠাণ্ডুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ১৫ দিনেও তার জ্ঞান ফেরেনি। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।