স্টাফ রিপোর্টার: মাগুরার শালিখা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তার ও নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের বিবাদমান দু পক্ষের সংঘর্ষে আরব আলী লস্কর (৩৫) নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, গঙ্গারামপুর গ্রামে ডলার মিয়া ও গৌতম সাহার মধ্যে স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সেই সূত্র ধরে আজ বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা জোটবদ্ধ হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে তারা ধারালো অস্ত্র, লাঠি শোটা ও ইট-পাটকেল ব্যবহার করে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আরব আলী লস্কর (৩৫) ঘটনাস্থলে মারা যায়। আহত হয় ২০ জন।
খবর পেয়ে শালিখা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আরব আলী গঙ্গারামপুর গ্রামের ওয়াজেদ আলী লস্করের ছেলে। এ ব্যাপারে শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।