বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ ফেনসিডিলসহ জোসনা নামের এক মহিলাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জোসনাকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বেগমপুর ক্যাম্প পুলিশ দর্শনা ফিলিং স্টেশনের নিকট থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন আকন্দবাড়িয়া আবাসনের আমির হোসেনের স্ত্রী জোসনা বেগমকে (৪৫)। গ্রেফতারকৃত জোসনাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।