প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগে ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যাচেষ্টার কথিত অভিযোগে দেশটির ভাইস  প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেফতার করা হয়েছে। বিদেশ থেকে এক সরকারি সফর শেষে ফেরার পর আদিবকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির বলেছেন, আহমেদ আদিবকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহীতার সর্বোচ্চ অভিযোগ আনা হবে। আদিবকে একটি কারাদ্বীপে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে হজ শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট ইয়ামিন। বিমানবন্দর থেকে প্রেসিডেন্টকে বহনকারী বোটটি রাজধানী মালের কাছাকাছি পৌঁছানোর পর বোটে রহস্যময় এক বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। কিন্তু বিস্ফোরণে তার স্ত্রী, এক সহকারী ও এক দেহরক্ষী আহত হন।

ঘটনার পরপরই নিজ সরকারের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ইয়ামিন। এর সপ্তাহখানেকের মধ্যেই বেশ কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও চাকরিচ্যুত হন।