দামুড়হুদার কাঞ্চনতলা থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কাঞ্চনতলার মিনাজ উদ্দিনের ছেলে নুর আলমের বাড়ির প্রধান গেট থেকে লাল টেপ জড়ানো বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ফজরের নামাজের জন্য নুর আলম মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তিনি এ বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পান। নুর আলম সাথে সাথে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি এসআই জিয়াউল হক ও এএসআই মাহফুজ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করেন।

নুর আলম জানান, কে বা কারা এ কাজ করেছে তা আমি বুঝতে পারছি না। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি এসআই জিয়াউল হক বলেন, এটি ককটেল কি-না তা পরীক্ষা করে দেখতে হবে ।