ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর থানার কাশিমপুর গ্রামে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবরে পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। নিহত আব্দুল আজিজ ওই গ্রামের আইজিউদ্দীনের ছেলে। নিহত আজিজের ভাই আব্দুল খালেক জানান, শুক্রবার গরু কেনার জন্য বাড়ি থেকে বের হন । তার কাছে ৮০ হাজার টাকাও ছিল। টাকার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে বলে পরিবারের লোকদের সন্দেহ। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।