জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্তের মাধবখালীতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মিজানুর রহমান নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা ১৬৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা ৪ মাদকব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক ৪ জনসহ আটক মিজানুরের বিরুদ্ধে মামলাসহ গতকাল শুক্রবার জীবননগর থানাই সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, ধোপাখালী বিজিবি ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক বাহাদুর আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে মাধবখালী সীমান্তে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা মাধবখালীর একটি কলাবাগানের ভেতর থেকে ১৬৪ বোতল ফেনসিডিলসহ মাধবখালী গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী শেখ মিজানুর রহমানকে (৪৭) আটক করেন। সে মাধবখালী গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। এ সময় মাধবখালীর আমিনুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম, মৃত রমজান মণ্ডলের ছেলে মহিদুল ইসলাম (২৮), মৃত মল্লিক মণ্ডলের ছেলে সামিউল ইসলাম (২৮) ও মৃত আজাহার আলীর ছেলে আছের আলী (৩৫) পালিয়ে যায়। আটক মিজানুরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জীবননগর থানায় সোপর্দ করা হয়। একই সাথে পালিয়ে যাওয়া চারজনের বিরুদ্ধে বিজিবি মামলা রুজু করে।