চুয়াডাঙ্গার কৃতীসন্তান সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কৃতীসন্তান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। আন্তর্জাতিক এই শ্রমিক নেতার স্মরণে গতকাল বাদজুম্মা জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গার খোদাদাদ হোসেনের ছেলে মোহাম্মদ শাহজাহান ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর মাতুলালয় আলমডাঙ্গা উপজেলার রংপুরে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম শুভতারা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান ছাত্রজীবনেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে তৎকালীন কথিত অভিজাত শ্রেণির বিরুদ্ধে এলাকার শোষিত বঞ্চিত মেহনতি মানুষকে সংগঠিত করেন। তিনিই প্রথম চুয়াডাঙ্গায় রিকশা শ্রমিক ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন গড়ে তোলেন। সে সময় সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক যেকোনো দুর্নীতি অব্যবস্থার বিরুদ্ধে তিনি প্রতিবাদী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কয়েকজন প্রতিবাদী যুবক ও দেশপ্রেমিক ব্যক্তিদের সাথে নিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মোহাম্মদ শাহজাহান অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন। ১৯৮৪ সালে তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৮৮ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। ১৯৮৮ সালে মোহাম্মদ শাহজাহান চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা নির্বাচনী এলাকা থেমে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক এমপি প্রখ্যাত এই শ্রমিক নেতা ১৯৯২ সালের ২৪ অক্টোবর শনিবার রাত ৯টায় ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ৬৭ বছর বয়সে মারা যান। প্রয়াত মোহাম্মদ শাহজাহানের ভাই চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মো. তৌহিদ হোসেন জানিয়েছেন তার মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় জাসদ জেএসডি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সেইসাথে চুয়াডাঙ্গায় পারিবারিকভাবেও তাকে স্মরণের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।