ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গা আসমানখালীর কথিত মাস্টার গ্রুপের এক ডাকাত সদস্য রিফাত হোসেনকে গ্রেফতার করেছে স্থানীয় ক্যাম্প পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মোচাইনগর গ্রামের বাগড়তলা থেকে গ্রেফতার করা হয়। সে মোচাইনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। এ বিষয়ে আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই রবিউল ইসলাম জানান, সম্প্রতি আলমডাঙ্গার ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের কয়রাডাঙ্গা চিৎলার মাঝামাঝি হরের বাগানের কাছে ডাকাতির ঘটনায় তাকের গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।