মাথাভাঙ্গা মনিটর: আট মাস! সময়ের হিসেবে খুব বেশি হয়তো নয়। তবে নামটা বিরাট কোহলি বলেই সময়ে দৈর্ঘ্য বড়ই মনে হবে। ওয়ানডেতে যিনি ছুটছিলেন দুরন্ত গতিতে, সেঞ্চুরির পর সেঞ্চুরিতে পেয়েছিলেন রান মেশিনের তকমা, সেই কোহলির কাছে তিন অঙ্ক হয়ে গিয়েছিলো অজানা রহস্য। সেই ফেব্রুয়ারিতে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন। ওয়ানডেতে সেঞ্চুরির দেখা নেই আট মাস। ১৩ ইনিংসের পর পেলেন সেঞ্চুরির দেখা। ভারতের সংগ্রহ ২৯৯। দক্ষিণ আফ্রিকাকে ৩৫ রানে হারিয়ে ভারত ২-১ এগিয়ে গেলো।