বিনোদন প্রতিবেদক: নিমিষেই যেন ২০ বছর আগে পিছিয়ে যাওয়া যায়। সেই রাজ, সেই সিমরান। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবিতে শাহরুখ খান-কাজলের কথাই বলা হচ্ছে। আজ তাদের বয়স বেড়েছে সত্যি, কিন্তু রোমান্সে মোটেও ভাটা পড়েনি। রসায়নটা রয়ে গেছে ঠিক ২০ বছর আগের মতোই। সম্প্রতি ‘ডিডিএলজে’র ২০ বছরপূর্তি উপলক্ষে যে ভিডিও প্রকাশ করেছে তা দেখতে গিয়ে দর্শক নিশ্চয়ই ফিরে যাবেন স্মৃতির রাজ্যে। সেই রাজ-সিমরানের খুনসুটি। সেই ভালোবাসার তীব্র আবেগ। সেই সংলাপে স্মৃতির মণিকোঠায় আরও একবার ধাক্কা দিয়ে গেলেন শাহরুখ-কাজল। তবে এতদিন পর দর্শকদের কিছু প্রশ্নের জবাবও দেয়া হল। ২০ বছর ধরে দর্শকদের অভিযোগ, কেন শেষ দৃশ্যে চেইন টেনে রেলগাড়ি না থামিয়ে শাহরুখ ওভাবে দাঁড়িয়ে ছিলেন। যখন দেখলেন তার প্রাণের প্রিয়া তার উদ্দেশে দৌড়ে আসছেন। আবার কাজলই বা কেন কোনো কম্পার্টমেন্টে না উঠে অমন করে দৌড়ে গেলেন? ভিডিওতে সে উত্তর দিয়েছেন কাজল। বলেছেন, ‘এসব কোনো ব্যাপার নয়। বড়ে বড়ে দেশমে ছোটি ছোটি বাতে হতিই রেহতে হ্যায়।’ তবে একটি কথা অস্বীকার করার কোনো উপায় নেই। হিন্দি সিনেমার নয়া ঘরানার সৃষ্টি কিন্তু ‘ডিডিএলজে’র হাত ধরেই। কোন পথে বলিউড যাবে, ৯৫ সালে মুক্তি পাওয়া এ ছবি সে পথ দেখিয়ে দিয়েছিল। যার কারণে ‘রোমান্সের রাজা’ শাহরুখ খান হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। আজও তার সে ইমেজে ভাটা পড়েনি। কালস্রোতে বলিউডে অনেক পরিবর্তন এসেছে বটে, কিন্তু এ ছবির জোয়ারে ভাটা পড়েনি এতটুকু। ২০ বছর পেরিয়ে প্রেম, সমাজ, দেশ পেরুনো আবেগের ডায়েরি যেন এখনও ধরা দেয় এ ছবিতে। সম্প্রতি প্রকাশ হওয়া ভিডিওতে সেই নস্টালজিয়াই যেন উসকে দিলেন শাহরুখ কাজল।