মিনায় নিহত হয়েছেন ৭,৪৭৭ জন হাজি : সৌদি তথ্য
মাথাভাঙ্গা মনিটর: পবিত্র হজের সময় সৌদি আরবের মিনায় নিহত হয়েছেন ৭,৪৭৭ জন হাজি। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাঁস হওয়া নতুন এক নথিতে এ তথ্য জানা গেছে। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে- নিহত ১,৫০৮ জন হাজির পরিচয় পাওয়া যায় নি। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নথিতে আরো বলা হয়েছে- নিহত সৌদি হাজির সংখ্যা হচ্ছে ১,৫২৮। তবে এখনো পর্যন্ত সৌদি আরব নিজেদের কোনো হাজির মৃত্যুর কথা ঘোষণা করে নি। গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় প্রচণ্ড ভিড়ের চাপে বহু হাজি নিহত হয়। এর দুদিন পর সৌদি সরকার ৭৬৯ জন হাজি নিহত হওয়ার কথা ঘোষণা করে। তবে পরে পশ্চিমা গণমাধ্যমসহ বিভিন্ন দেশের সরকার মৃতের সংখ্যা বেশি বলে খবর দিলেও আজ পর্যন্ত সৌদি সে সংখ্যা আর বাড়ায় নি।
কারবিহীন দিবসে মুখ্যমন্ত্রীর সাইকেল শোভাযাত্রা
মাথাভাঙ্গা মনিটর: প্রথম ‘কারবিহীন দিবসে’ ভারতের রাজধানী নয়া দিল্লিতে সাইকেল শোভাযাত্রার নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের সাথে তার মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তারাও সাইকেল শোভাযাত্রায় অংশ নেন।
দিল্লির রেড ফোর্ট থেকে ইন্ডিয়া গেইট পর্যন্ত এ শোভাযাত্রায় শতাধিক ব্যক্তি অংশ নেন। কেজরিওয়াল বলেন, সাইকেল চালনা সবার জন্য উপকারী, এমনকি তার মতো ডায়াবেটিকের জন্যও।
ভ্রমণকে নিরাপদ করার ওপর গুরুত্ব আরোপ করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির রাস্তায় গাড়ির খুব ভিড় থাকে, যা শহরে দূষণ তৈরি করে এবং পরিস্থিতির উন্নয়নে জনগণের এগিয়ে আসা উচিত। প্রতিদিন দিল্লির রাস্তায় ৮৪ লাখের মতো গাড়ি চলাচল করে, যাতে যানজটের পাশাপাশি শহরের বায়ূ দূষণও ঘটায়। পরিস্থিতির উন্নয়নে দিল্লি মেট্রো রেল করপোরেশনের প্রধানকে ট্রেনে যাত্রী পরিবহন বাড়াতে বলেছেন মুখ্যমন্ত্রী।
শিবসেনার লক্ষ্য এবার পাকিস্তানি অভিনয়শিল্পীরা
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানি কিংবদন্তি গজল শিল্পী গুলাম আলীর সঙ্গীতানুষ্ঠান ভেস্তে দিয়েছিলো শিবসেনা। প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ঘিরে আয়োজক সুধীন্দ্র কুলকার্নির গায়ে কালি ছিটানোর পরে এবার তাদের লক্ষ্য পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা। বলিউডে পাকিস্তানি অভিনেতা বা সঙ্গীত শিল্পীদের কাজ দেয়া যাবে না বলে ঘোষণা দিয়েছে শিবসেনার চলচ্চিত্র শাখা চিত্রপট সেনা। এবার তাদের আক্রমণের লক্ষ্য ফাওয়াদ খান ও মাহিরা খান। চিত্রপট সেনার মহাসচিব অক্ষয় বরদাপুরকর জানিয়েছেন, মহারাষ্ট্রর মাটিতে পাক অভিনেতা, ক্রিকেটার বা শিল্পীদের পা রাখতে দেয়া হবে না। তিনি আরও জানিয়েছেন, ‘রইস’ সিনেমার অভিনেত্রী মাহিরা ও ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’-এর অভিনেতা ফাওয়াদ খানকে মহারাষ্ট্রে সিনেমার প্রচার করতে দেয়া হবে না। রণবীর কাপূরের আগামী সিনেমা ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’-এ ফাওয়াদকে বড়পর্দায় দেখা যাবে। অন্যদিকে, রইস সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন মাহিরা। সিনেমা দুটির মুক্তির আগেই মাহিরা ও ফাওয়াদের বিরোধিতায় সরব হলো শিবসেনা।
যেভাবে হারিয়ে যায় একটি গ্রহ
মাথাভাঙ্গা মনিটর: পৃথিবীর মতো ছোট গ্রহকে গ্রাস করে নিতে পারে সূর্যের মতো নক্ষত্র। বিজ্ঞানীদের এ রকম তত্ত্বের কথা হয়তো অনেকেই শুনেছেন। কিন্তু এর আগে এ ধরনের কোনো প্রত্যক্ষ প্রমাণ বিজ্ঞানীদের হাতে ছিলো না। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ‘কে২ মিশন’ ব্যবহার করে সম্প্রতি এ ধরনের একটি ঘটনা পর্যবেক্ষণ করার দাবি করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা বলছেন, বড় একটি শাদা বামন নক্ষত্রের প্রভাবে ক্ষুদ্র পাথুরে একটি গ্রহ যেভাবে বাষ্প হয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় তার শক্ত প্রমাণ পেয়েছেন তারা। তত্ত্ব মতে, শাদা বামন নক্ষত্র তার সৌরমণ্ডলে থাকা গ্রহগুলোকে গ্রাস করে নিতে পারে। এই আবিষ্কারের ফলে বিজ্ঞানীদের দীর্ঘদিনের এ তত্ত্বটি বৈধতা পেল। নাসার পাঠানোর এক বিবৃতিতে হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের গবেষক অ্যান্ড্রু ভ্যান্ডারবার্গ বলেন, প্রথমবারের মতো আমরা প্রচণ্ড মাধ্যাকর্ষণের চাপে ক্ষুদ্র একটি গ্রহকে চূর্ণ হতে, এর রশ্মিতে গ্রহের সবকিছু বাষ্প হয়ে উড়ে যেতে এবং ওই নক্ষত্রের দিকে পাথুরে উপাদান ধেয়ে যেতে দেখেছি।