দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে বালি উত্তোলনকারী কার্পাসডাঙ্গার শওকত আলীকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সেই সাথে অপর বালি উত্তোলনকারী চিৎলা গ্রামের গিয়াস উদ্দিনের নামে নিয়মিত মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা গেছে, দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের ঈদগা মাঠের পাশে গোবিন্দহুদা-বদনপুর সড়কের ধারে ট্র্যাক্টর ভিড়িয়ে বালি উত্তোলন করছে স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম ঘটনাস্থলে হাজির হন এবং বালি ভর্তি ট্রাক্টরসহ বালুব্যবসায়ী কার্পাসডাঙ্গা গ্রামের কেরামত আলীর ছেলে শওকত আলীকে আটক করেন। পরে ওই বালি উত্তোলনকারীর বিরুদ্ধে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অপর বালি উত্তোলনকারী দামুড়হুদার চিৎলা গ্রামের গিয়াসকে আটক করতে না পারায় বালি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।