স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কেন্দ্রীয় মহাশ্মশান কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন পলাশ কুমার সাহা। সম্প্রতি এ কমিটি গঠন করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫ সদস্যের কমিটিতে সিনিয়র সহসভাপতি কিশোর আগরওয়ালা, সহসভাপতি বিরেন সাহা, সুরেশ সাহা রবি, পিন্টু আগরওয়ালা ও নিশিত চক্রবর্তী, যুগ্মসাধারণ সম্পাদক পবিত্র আগরওয়ালা, সহসাধারণ সম্পাদক রবিন কুমার সাহা, শঙ্কর দে, উজ্জ্বল অধিকারী, সাংগঠনিক সম্পাদক ললিত কুমার দাস, যুগ্মসাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার নাথ, সহসাংগঠনিক সম্পাদক সুশিল কুমার কুণ্ডু বাবলু, সত্য সিংহ রায়, কোষাধ্যক্ষ বিধু রঞ্জন চক্রবর্তী, দফতর সম্পাদক শঙ্করচন্দ্র বিশ্বাস, সহদফতর সম্পাদক রাজেশ পাল, প্রচার সম্পাদক সঞ্জয় সাহা, সহপ্রচার সম্পাদক রমেন দাস, ধর্ম বিষয়ক সম্পাদক পান্না ত্রিবেদী, সহধর্ম বিষয়ক সম্পদক প্রল্লাহদ ঠাকুর, শবদাহ সম্পাদক সন্তোষ ঘোষ, যুগ্মশবদাহ সম্পাদক প্রদীপ সাহা পদা, সহশবদাহ সম্পাদক ফকির সাহা ও বিনয় বসু, সমাজসেবা সম্পাদক জয়দেব নাথ, সহসমাজসেবা সম্পাদক দীনুবন্ধু প্রামানিক, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণপদ সাহা, সহসাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন কাজল চক্রবর্তী। কার্যকরি সদস্যরা হলেন মনোবন্দ্রে সাহা সনো, উত্তম কর্মকার, অনন্ত সিংহ, প্রফুল্ল বিশ্বাস, কিশোর কুণ্ডু, কমল হালদার, উজ্জ্বল কুমার দাস, বিকাশ আগরওয়ালা, ভরত আগরওয়ালা, অপু সাধু খা, রাজ কুমার রায়, সাগর দাস, মিলন চক্রবর্তী, বিকাশ দাস ও শাওন কুমার রায়। এছাড়াও ১৩ সদস্যের উপদেষ্টা কমিটিতে রয়েছেন মনোয়ারী লাল বাগলা, আনন্দ মোহন দাস, নিমাই চাঁদ দে, শ্যাম সুন্দর আগরওয়ালা, নীল রতন সাহা, প্রবীর দাস, নিমাই সাহা, শঙ্কর নাথ, কাত্তিক বসু, তপন দাস, অমর দ্বীপড আগরওয়ালা, বাল কিষাণ ও দিলীপ কুমার আগরওয়ালা।