গাংনী প্রতিনিধি: ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মিত মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া গ্রামের মিয়ামত আলীর ঘর উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সহকারী কমিশনার নূরে আলম, জুবায়ের হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন, মেহেরপুর মহিলা ক্লাবের সভাপতি লতিফা খানম চৌধুরী ও মটমুড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকারের অগ্রাধিকার কার্যক্রমের অংশ হিসেবে ওই প্রকল্পের আওতায় এ উপজেলার বিভিন্ন গ্রামে ঘর নির্মাণ করা হয়েছে।