দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দু অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের চাইডোবা মসজিদের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অস্ত্রব্যবসায়ীরা হলো দৌলতপুর উপজেলার ইনসাফনগর মরারচর এলাকার সাত্তার মোল্লার ছেলে সেলিম মোল্লা (২৬) ও তার সহযোগী একই এলাকার আজাদ বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম জনি (২৮)। দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, অস্ত্র পাচারের খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়। এরপর তাদের আটক করা হলে তাদের কাছ থেকে বিদেশি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি পাওয়া যায়। তিনি আরো জানান, এরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলো। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।