আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা মৎস্য আড়ত মালিক সমিতির এক জরুরি আলোচনাসভা আলমডাঙ্গা মাছ বাজারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আড়ত মালিক সমিতির ওই আলোচনাসভায় আলমডাঙ্গার এক ফোড়ে মাছব্যবসায়ী আব্দুল মজিদ ও তার ছেলে লেলিন আড়তদারদের পাওয়া টাকা পরিষোধ করে না এবং খারাপ ব্যবহার করে। এ কারণে সভায় সিদ্ধান্ত নেয়া হয় আজ থেকে তাদের কাছে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গার কোনো আড়তদার মাছ বিক্রি করবে না। তারা বাইরে থেকে মাছ কিনে আনলে তা জব্দ করা হবে। সভায় আলমডাঙ্গা মৎস্য আড়ত সমিতির সভাপতি মতিউর রহমান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়ত সমিতির সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়ত সমিতির সম্পাদক শহিদুল ইসলাম ফিরোজ, যুগ্মসম্পাদক মাসুম, সদস্য সহিদুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম। আলমডাঙ্গা মৎস্য আড়ত সমিতির সম্পাদক হিমেলের পরিচালনায় আড়ত মালিক সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, তমেজ উদ্দিন, আমজেদ হোসেন, মজিবার রহমান, নিজাম আলী, খোকন, ময়নদ্দিন প্রমুখ।