আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বড়গাংনী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার গভীর রাতে বড়গাংনী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের আব্দুল গনির তিন ছেলে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির কয়েকজনকে মারধর করে। পরে এদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত আব্দুল গনির তিন ছেলে মানিক, হাবিবুর রহমান ও আজহারুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত মঙ্গলবার রাতে বড়গাংনী ক্যাম্পের আইসি এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বড়গাংনী গ্রামে অভিযান চালিয়ে তিন সহোদরকে গ্রেফতার করেন। গতকালই তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।