আলমডাঙ্গার মধুপুরে প্রবাসী পরস্ত্রীকে নিয়ে লাপাত্তা

জামাজামি প্রতিনিধি: আলমডাঙ্গার মধুপুরে প্রবাস ফেরত নাঞ্জুর প্রতিবেশীর স্ত্রী ২ সন্তানের জননী কবিতাকে নিয়ে ভেগেছে।

জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের ছানোয়ার শাহর ছেলে দুবাই ফেরত নাঞ্জুর (২৫) প্রতিবেশী জহির উদ্দিনের স্ত্রী ২ সন্তানের জননী কবিতা খাতুনের (২৮) সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। এ পরকীয়া জুটি ইতোপূর্বে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে গ্রাম্য সালিসে জরিমানাও দিয়েছে। গত পরশু পরকীয়া
জুটি অজানার উদ্দেশে পাড়ি জমায়। গৃহবধূর স্বামী জহির অভিযোগ করে বলেন, ঘরের বউ ঘর ছেড়ে তাকে শুধু বিপর্যস্তই করেনি ঘরে থাকা গরু বিক্রির নগদ ৫০ হাজার টাকাও নিয়ে গেছে।