আলমডাঙ্গা ব্যুরো: মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামে প্রতিপক্ষ ৮ জনকে কুপিয়ে জখম মামলার এজাহারভুক্ত 2 আসামিকে †MÖdZvi করেছে পুলিশ। আলমডাঙ্গা থানাi এসআই টিপু সুলতান G‡`i‡K †MÖdZvi K‡ib| এরা হলো বাঁশবাড়িয়া গ্রামের মৃত হাজারি মণ্ডলের ছেলে হাশেম আলী (৫৫) ও মৃত হাউস আলীর ছেলে আবুল কালাম (৩৫)। গ্রেফতারকৃত ২ জনকে গতকালই সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।