মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জজ আদালতের সাবেক প্রবীণ আইনজীবী মরহুম আবু বক্করের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের চালতাতলা পুরাতন জামে মসজিদে ও ওয়াকতিয়া মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমের বড় ছেলে আল তামাশ কাজলসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এদিকে গতকাল বিকেলে ঘোষপাড়াস্থ বাড়িতেও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।