বিনোদন প্রতিবেদক: অসুস্থতা কাটিয়ে ডাক্তারের পরামর্শে এখন পূর্ণাঙ্গ বিশ্রামে রয়েছেন নায়করাজ রাজ্জাক। অভিনয়ের ইচ্ছে থাকলেও পরিবারের সিদ্ধান্তে তাকে বিরত থাকতে হয়েছে। বিষয়টি সহজভাবেই মেনে নিয়েছেন। যে কারণে ঘরে বসেই সময় কাটছে তার। সম্প্রতি একঘেয়ে সময় কাটাতে পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ যাপনে বের হয়েছেন। গিয়েছেন যশোরে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ডাক্তারের পরামর্শ মেনেই চলছি। সড়ক পথের জার্নি কষ্টকর হবে এজন্য অবশ্য ভ্রমণে নিষেধ ছিল। তাই বিমানে এসেছি। কিছুটা সময় খোলা বাতাসে কাটাতে চাই।’ রাজ্জাকের সঙ্গে তার স্ত্রী, দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট, তাদের স্ত্রী, সন্তানরাও রয়েছেন। যশোরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি নায়করাজ নিরিবিলি সময় কাটাবেন সেখানে। আগামীকাল তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রসঙ্গত, নায়করাজ রাজ্জাক সর্বশেষ বাপ্পারাজের পরিচালনায় ‘কার্তুজ’ ছবিতে অভিনয় করেছেন এবং ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আয়না কাহিনী’ ছবিটি তিনি পরিচালনা করেছেন।