স্টাফ রিপোর্টার: আগামী ২ নভেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দু সপ্তার সফরে তারা খেলবে ৩টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। নভেম্বরে শুরুতে জিম্বাবুয়ের আসার কথা চূড়ান্ত ছিলো আগেই। অপেক্ষা ছিলো কেবল সূচি ঠিক করার। গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে বিসিবি। ৩টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ২ নভেম্বর ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। ৫ নভেম্বর প্রস্তুতি ম্যাচ ফতুল্লায়। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। দুটি টি-টোয়েন্টি ১৩ ও ১৫ নভেম্বর। সবকটি ম্যাচ দিবা-রাত্রি।
জিম্বাবুয়ের এ সফর আসলে অস্ট্রেলিয়া সিরিজের বিকল্প। ২ টেস্টের সিরিজ খেলতে গত মাসের শেষ দিকে বাংলাদেশে আসার কথা ছিলো অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে সফর স্থগিত করে তারা। এরপরই বিসিবির ভাবনায় আসে জিম্বাবুয়ে। পূর্নাঙ্গ সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। এখনকার ফাঁকা সময়টা কাজে লাগাতে ও জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি অংশটুকু হয়ে যাচ্ছে নভেম্বরেই।