গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ধর্ষণকারী সামসুল আলম ওরফে কসাই সামসুলকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
সামসুল গত ৬ অক্টোবর একটি ক্লিনিকে জোরপুর্বক ছাত্রীর গর্ভপাত ঘটায়। মুমূর্ষু অবস্থায় ৯ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি প্রকাশ পায়। মানববন্ধনে নেতৃত্ব দেন নারীনেত্রী নুরজান বেগম। বক্তারা বলেন, ধর্ষণের শিকার ছাত্রীর পিতা বাদী হয়ে গত ১০ অক্টোবর সামসুলকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। সে প্রকাশ্যে ঘোরাফেরা করে বাদীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।