মেহেরপুরে শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন এবং বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক তথ্য ও মতবিনিময় কর্মশালা এবং বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক নাটক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেভ দ্য চিলড্রেন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাত রঙ সিসিজি যাদবপুরের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল। বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, শিশুদের জন্য কর্মসূচি প্রকল্পের কর্মকর্তা আফরোজা আক্তার বানু, ডেপুটি ম্যানেজার মনিরুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, মুক্তিযোদ্ধা হায়দার আলী খান প্রমুখ। শিশুর শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন এবং বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মতবিনিময় কর্মশালায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।