মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর মোনাখালী শহীদ মুক্তিযোদ্ধা ওলিউর বারী ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মোনাখালী চাষি ক্লাব জয়লাভ করেছে। গতকাল বুধবার বিকেলে মোনাখালী ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় মোনাখালী চাষি ক্লাব ১-০ গোলে বিশ্বনাথপুর একাদশকে পরাজিত করে। জয়সূচক গোলটি করে ইমাদুল হক। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মতিউর রহমান। খেলা সার্বিক পরিচালনায় জাকির হোসেন। আগামীকাল শুক্রবার একই মাঠে মুখোমুখি হবে আমঝুপি একাদশ ও মোনাখালী নওদাপাড়া বিপ্লবী ক্লাব।
মুজিবনগরে শহীদ ওলিউর বারী ফুটবল টুর্নামেন্টে মোনাখালী চাষি ক্লাব জয়ী
