মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরে কৃষকদের নিয়ে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (ডিএইঅঙ্গ) আওতায় সরিষা ও মসুর উৎপাদন কলাকৌশলের ওপর দিনব্যাপি প্রশক্ষিণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মুহা. মোফাক্খারুল ইসলাম, কৃষি সম্পসারণ কর্মকর্তা মুসফিকা সুলতানা। দিনব্যাপি এ কৃষক প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশ নেয়। প্রশিক্ষণ শেষে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বারী-৭ ও বারী-৬ জাতের মসুর এবং বারী-১৫ জাতের সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।