মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা পরিষদের হলরুমে মুক্তাঙ্গণ আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর করেন স্থানীয় এমপি মো. নবী নেওয়াজ। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু। বক্তব্য রাখেন আবাসন সভাপতি হাসেম আলী, সাধারণ সম্পাদক বদিউজ্জামান, নাটিমা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল লতিফ মাস্টার, পান্তাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল হক মাস্টার, আ.লীগ নেতা মজিবর রহমান, ভূমিহীন সদস্য নাসিমা খাতুন প্রমুখ। সভায় ৩০ ভূমিহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, তার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আশ্রয়ণ প্রকল্পটিকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান এবং ওই আশ্রয়ণ প্রকল্পে সব ধরনের উন্নয়ন করার আশ্বাস দেন।