স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলার হরিহরনগরের সজিব (২৫) শ্যালোইঞ্জিনচালিত আলমসাধু থেকে আছড়ে পড়ে গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে আলমসাধুযোগে ফেরার পথে গহেশপুর মোড়ে আলমসাধু থেকে আছড়ে পড়ে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতরাতেই রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সজিব মৃত্যুর সাথে লড়ছিলো। সে হরিহরনগর উত্তরপাড়ার মৃত আলী আহম্মেদের ছেলে। আলমসাধুযোগে বাড়ি ফেরার সময় হাতে থাকা মোবাইলফোন পড়ে গেলে তা দ্রুত তুলতে গিয়ে আছড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। সজিবের শয্যাপাশে থাকা নিকটজনেরা এ তথ্য দিয়েছে।