দামুড়হুদায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দুঃস্থ নারীদের চিকিৎসা প্রদান

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দুঃস্থ ও অসহায় নারীদের চিকিৎসা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এলাকার দুঃস্থ নারীর হাতে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন।

দামুড়হুদা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহসভাপতি ইউপি সদস্য নিলুফা খাতুন, সাধারণ সম্পাদক তানিয়া খাতুন, কোষাধ্যক্ষ সাবিয়া খাতুন, সদস্য ফাহিমা খাতুন, রাশিদা মমতাজ, নাজমিন আক্তার, রিজিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ১২ জন দুঃস্থ ও অসহায় নারীকে চিকিৎসা সহয়তা হিসেবে প্রতিজনকে এক হাজার টাকা করে নগদ প্রদান করা হয়।

 

Leave a comment