দামুড়হুদায় ছাত্রী অপহরণের এক মাসের মাথায় অপহরণকারী গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকার শ্রীপুর থেকে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগে অপহরণকারী শরীফুলকে (২২) গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপহরণকারী শরীফুল দর্শনা শ্যামপুর মল্লিকপাড়ার গোলাম নবী ওরফে পুটে মালিথার ছেলে। সে এক মাস আগে দর্শনা কেরুজ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে অপহরক শরীফুলসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অপহরণের এক মাসের মাথায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই মিজানুর রহমান গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর গতকাল বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেন।