কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার বাড়াদী ও সুলতানপুর বিজিবি সদস্যরা পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাড়াদী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোসলেম উদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান বাড়াদী মাঠে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা ২৫ বোতল মদ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ২৫ বোতল মদ উদ্ধার করে। অপরদিকে সুলতানপুর বিজিবি ক্যাম্পের টহল কমন্ডার হাবিলদার শফিকুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাত ১টার দিকে নাস্তিপুর মাঠ থেকে ৪৬ বোতল মদ উদ্ধার করেন।