স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল আগামী ৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আসবে না প্রস্তাবিত ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন। নাজমুল হাসান পাপন জানান, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল তাদের স্থগিত করা বাংলাদেশ সফরের তারিখ চূড়ান্ত করেছে। আগামী ৩ নভেম্বর তারা ঢাকায় পৌঁছুবে।
অন্যদিকে নভেম্বরের সফরে জিম্বাবুয়ে ক্রিকেট দল খেলবে তিনটি ওয়ানডেএবং দুটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের যে চিন্তা করেছিলো বাংলাদেশ, তাতে আগ্রহ দেখায়নি ক্যারিবীয়রা। সাম্প্রতিক সময়ে নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল তাদের পূর্বনির্ধারিত সফর বাতিল করে।