জীবননগর ব্যুরো: ঢাকার কাঁচপুর ব্রিজের ওপর দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জীবননগরের পরিবহন ব্যবসায়ী হাজি মোমিন উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি ব্রিজের এক পাশ হতে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। গতকাল বুধবার রাত ১০টার সময় জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানা যায়, জীবননগর বাজারের বিশিষ্ট শ্যালোমেশিন মিস্ত্রি আলীপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে হাজি মোমিন উদ্দিন জীবননগর শাপলাকলিপাড়ায় পরিবারপরিজন নিয়ে বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী ছিলেন। প্রবাস জীবন থেকে ফিরে তিনি বাস ও ট্রাকের ব্যবসা শুরু করেন। গত মঙ্গলবার তার একটি ট্রাক কাঁচপুরে অবস্থান করছিলো। ট্রাকের ড্রাইভারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা ছিলো। এ মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠালে হাজি মোমিন উদ্দিন বেলা ১১টার দিকে জেআর পরিবহনযোগে ঢাকাতে যান।
মিরপুর মাজার রোডে নামার পর তিনি সিএনজি করে কাঁচপুর ব্রিজে গিয়ে পৌঁছান। রাত ১১টার দিকে তিনি সিএনজি হতে নেমে ব্রিজের অপর পাশে যাওয়ার চেষ্টাকালে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে পিষ্ট করে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হাজি মোমিন উদ্দিনের মর্মান্তিক মৃত্যু ঘটে। তার লাশ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেয়া হয়। পরে ময়নাতদন্ত শেষে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার লাশ জীবননগরে এসে পৌঁছুলে শোকের ছায়া নেমে আসে। তার এ মর্মান্তিক মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে পরিবারের লোকজন। রাতেই জানাজা শেষে তাকে দাফন করা হয়। এদিকে হাজি মোমিন উদ্দিনের মর্মান্তিক এ মৃত্যুতে দৌলৎগঞ্জ বাজার কমিটির পক্ষে আহ্বায়ক এমআর বাবু ও যুগ্ম আহ্বায়ক শামীম ফেরদৌস গভীর শোক প্রকাশ করেছেন।