খবর: (আলমডাঙ্গার ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কে গাছ ফেলে ডাকাতি)
চোর-ডাকাতের কারখানারে
চোর-ডাকাতের কারখান,
একটা যদি ধরা পড়ে
হামলা করে চার খানা।
ৱ্যাব-পুলিশের কড়াকড়ি
তাও ডাকাতের ছাড়ছড়ি
হচ্ছে চুরি ছিনতাই-
ঘুম আসে না চিন্তায়!
চুরিও হয় ডাকাতি হয়
খুন খারাবি পথে,
জ্যান্ত আছি বেঁচে আছি
এইতো কোনোমতে!
আহাদ আলী মোল্লা