জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দু মাদকসেবীর জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগরে দু মাদকসেবীর জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর থানা পুলিশের হাতে আটককৃত দু মাদকাসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার উথলী আমতলাপাড়ার নূর হোসেনের ছেলে আব্দুল হামিদ (২৭) ও ফরজ আলীর ছেলে রিন্টু (২৬) মদ্যপ অবস্থায় মাতলামি করছিলো। এ সময় জীবননগর থানার এএসআই আকরাম হোসেন মদ্যপ অবস্থায় হামিদ ও রিন্টুকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।