চুয়াডাঙ্গায় ৩য় সিরাজুল ইসলাম স্মৃতি সিক্স-এ সাইড ফুটবলে ফ্রেন্ডস সার্কেল একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তৃতীয় সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার স্মৃতি সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য অমীমাংসিত থাকে। খেলার ফলাফল নির্ধারণ করতে টাইব্রেকার পদ্ধতির সহযোগিতা নেয়া হয়। টাইব্রেকারে ফ্রেন্ডস সার্কেল একাদশ (০) ২-(০)১ গতবারের চ্যাম্পিয়ন মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দারের কনিষ্ঠপুত্র জাতীয় ক্রীড়া সংগঠক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গার কৃতী ফুটবলার আশরাফ জোয়ার্দ্দার সাবু, চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও চুয়াডাঙ্গা পাইন ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মেহেরুল্লাহ মিলু, হকি ইউনিলিভারের ব্যবস্থাপক আব্দুর রহিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদের সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক আরমান আলী, লাবলু, শেখ রাসেল ফুটবল দলের অধিনায়ক সোহেল, হাসান, অতুল জোয়ার্দ্দার প্রমুখ। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মামা-ভাগ্নে ক্লাবের আলম এবং টুর্নামেন্টের সেরার পুরস্কার লাভ করে চ্যাম্পিয়ন ফ্রেন্ডস সার্কেল ক্লাবের অধিনায়ক ইমরান। প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে নগদ প্রাইজমানিসহ ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা ছিলেন ইমরান, রাসেল, সজিব, শিপুখান, শহিদুল, মিশু, খোকন, নিশান, সাগর ও বিপুল। গতকালের ফাইনাল খেলাটি পরিচালনা করেন নাজমুল হক শান্তি, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু ও শহিদুল কদর জোয়ার্দ্দার। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আশাদুল হক আশা, সাইতুল ও বিঞ্জু।