দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব জয়ী
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মিনিস্টার ফ্রিজ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকালের খেলায় সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি পরিচালনা করেন হাফিজুর রহমান, রেজাউল হক রিজু, আজিজুল হক শীল ও ইকতিয়ার আহম্মেদ। আজ একই মাঠে মুখোমুখি হবে রেলপাড়া তানজিম স্মৃতি স্পোর্টিং ক্লাব ও আদিত্য ক্রীড়াচক্র।
ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ১৭তম খেলায় কার্পাসডাঙ্গা নিউ স্টার একাদশ ও কুতুবপুর টাইগার একাদশের মধ্যকার খেলাটি ড্র হয়েছে। গতকাল বুধবার কার্পাসডাঙ্গা হাইস্কুল ফুটবলমাঠে উপজেলার কার্পাসডাঙ্গা নিউ স্টার ফুটবল একাদশ ও কুতুবপুর টাইগার একাদশের মধ্যে ১-১ গোলে ড্র করে।