স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনের নিকট থেকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী ব্যক্তি মারা গেছেন। সড়কের পাশ থেকে উদ্ধারের ১৩ দিনের মাথায় গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান তিনি। পুলিশ সুরতহাল রিপোর্ট প্রণয়ন করেছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত হতে পারে। চিকিৎসক বলেছেন, হাসপাতালে ভর্তির পর থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি কথা বলতে পারেননি। ফলে পরিচয়ও অজ্ঞাত। বয়স আনুমানিক ৫০ বছর। সম্ভবত হিন্দু ধর্মাবলম্বী। পরনে ছিলো প্যান্ট। গায়ে ছিলো জামা।