হরিণাকুণ্ডুতে নাবালিকা কন্যার বিয়ের আয়োজন করায় পিতাকে কারাদণ্ড

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে ৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করার অপরাধে পিতাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর গ্রামে। পিতা মতিয়ার রহমান গতকাল মঙ্গলবার বিকেলে কন্যা তাসলিমার (১৪) বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বিকেল ৪টার দিকে বিয়ের আসরে ছুটে যান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপশি বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ ধারা মতে নাবালিকা কন্যার পিতা মতিয়ার রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মনিরা পারভীন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করে মাত্র ১ মাসের ব্যবধানে প্রায় হাফ ডজন বাল্যবিয়ে প্রতিরোধ করে উপজেলার কোমলমতি কন্যা সন্তানদের মাঝে আশার আলো জাগিয়েছেন।

 

Leave a comment