মেহেরপুরের ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবী ও ৩ জুয়াড়ির জেল-জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল এবং ৩ জুয়াড়ির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর গ্রামের জাকির হোসেন, বাঁড়িবাকা গ্রামের আলমগীর ও সোলেমানকে ৬ মাস করে এবং কাঁঠালপোতা গ্রামের খোকন শেখকে এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মাদক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে ওই আদেশ দেন।

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম জুয়ো খেলার অপরাধে সদর উপজেলার শালিকা গ্রামের এনামুল হক ও বাবু মিয়া এবং পিরোজপুর গ্রামের সাবদার আলীকে ২শ টাকা করে জরিমানা আদায় করেন।

Leave a comment