জীবননগর মাবধখালী সীমান্তে বিজিবির হাতে চোরাচালানী আটক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে এক মাদক চোরাচালানী আটক হয়েছে। এ সময় অপর ৪ মাদক চোরাচালানী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে বিজিবি। গত সোমবার রাতে অভিযানকালে সঙ্গবদ্ধ মাদক চোরাচালানীরা বিজিবির ওপর হামলা চালানোর অপচেষ্টা করে। আটকৃত সাইদুরকে গতকাল মঙ্গলবার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মাধবখালী সীমান্তের ৭১নং মেন পিলারের ৪ নং সাব পিলারের নিকট দিয়ে ৫ মাদকচোরাচালানী সোমবার রাত ১১টার দিকে ভারতে অনুপ্রবেশ করা অপচেষ্টা করে। এ সময় ধোপাখালী বিওপির টহল দলের কমান্ডার নায়েক বাহাদুর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। বিজিবি এ সময় মাদক চোরাচালানীদেরকে ধাওয়া করে। চোরাচালানীরা এ সময় বিজিবির ওপর আক্রমণ করার চেষ্টা করলে বিজিবি দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে সাইদুর রহমানকে (২৮) আটক করে। পালিয়ে যাওয়া ৪ জনের মধ্যে একই উপজেলার রামনগর গ্রামের গোলজার আলীর ছেলে সাবলু মিয়া (৪০) ও শহিদুল ইসলাম (৩৮) ওরফে টাইগারের নাম উল্লেখ করে। আটককৃত সাইদুরকে অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে পলাতক আসামি করা হয়েছে সাবলু মিয়া ও শহিদুল ইসলাম ওরফে টাইগারকে।