মাথাভাঙ্গা ডেস্ক: ‘উন্নত পরিসংখ্যান, উন্নত জীবন’ এ স্লোগানকে সামনে রেখে এবার সারাদেশে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দিবসটি পালন উপলক্ষে শোভযাত্রা ও আলোচনাসভার অয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস যৌথভাবে দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের নেতৃত্বে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সদর উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা পরিসংখান অফিসের উপপরিচালক আমজাদ হোসেনসহ জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। র্যালি শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলার সম্মেলনকক্ষে জেলা পরিসংখান অফিসের উপপরিচালক আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম। আলমডাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তাগণ। প্রধান অতিথি বলেন, মূলত সঠিক পরিসংখ্যানই পরিকল্পনা প্রণয়নের পূর্বশর্ত। আজকাল পরিসংখ্যান কেবল অর্থনীতির পরিমাপক হিসেবে ব্যবহৃত হচ্ছে না, বরং তা প্রচলিত পরিমাপের সীমানা পেরিয়ে মানুষের আয়ুষ্কাল, রুচি, পছন্দ-অপছন্দ, স্বাচ্ছন্দ্য-সন্তুষ্টি তথা জীবনবোধের মতো বিমূর্ত বিষয়গুলোর মাপকাঠি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরতে পরিসংখ্যানের বিকল্প নেই। এ কারণে বাংলাদেশ সরকার পরিসংখ্যান কার্যক্রমকে আধুনিকায়ন করে তা জাতীয় উন্নয়নে ব্যবহারে অত্যন্ত আন্তরিক।
মেহেরপুর অফিস জানিয়েছে, র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে মেহেরপুরেও পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়। শোভযাত্রার নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন এনডিসি নূর-এ আলম, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন, জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মণ্ডল প্রমুখ।