চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে যুবলীগের দু পক্ষের দুজনের বিকেলে ধাক্কাধাক্কি : রাতে আগুন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ উত্তপ্ত হয়ে উঠেছে। যুবলীগের দু পক্ষের দুজনের মধ্যে গতকাল বিকেলে প্রকাশ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর রাতে এক পক্ষের তিনটি বাড়িতে অগ্নিসংযোগে উত্তেজনা বারুদের মতো ফুঁসতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতরাতেই অবশ্য ডিঙ্গেদহে পুলিশ মোতায়েন করা হযেছে।

স্থানীয় একাধীক সূত্র বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ যুবলীগ নেতা তোরাপ হোসেনের ওপর আজিজুল ইসলাম গতকাল বিকেলে চড়াও হয়। ঘটে ধাক্কাধাক্কির ঘটনা। স্থানীয়দের কয়েকজন উভয়কে শান্ত করে। তোরাপ জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু চৌধুরীর সাথে আর আজিজুল চায় নঈম হাসান জোয়ার্দ্দার যুবলীগের নেতৃত্ব পাক। অর্থাৎ সে নঈম হাসানের পক্ষে। মূলত এ নিয়েই আজিজুল চড়াও হয় তোরাপের ওপর।

রাত সাড়ে ১১টার দিকে তোরাপের বাড়িতে আগুন জ্বলতে শুরু করে। পাশের নূরনবী ও বুদোর বাড়িতেও ছড়িয়ে পড়ে সে আগুন। ফকির চাঁদ মণ্ডলের ছেলে স্থানীয় যুবলীগ নেতা তোরাপ হোসেন অভিযোগ করে বলেন, বিকেলের ঘটনার জের ধরেই রাতে কালো রঙের হাইএস মাইক্রোবাসযোগে একদল যুবক তোরাপের বাড়ির সামনে হাজির হয়। বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই যুবকদলের মধ্যে নঈম, কলমসহ অনেকেই ছিলো। পক্ষান্তরে নঈমের তরফে জানানো হয়েছে, তোরাপরা নিজেরাই নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ তুলছে।

খবর পেয়ে গতরাতে ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ডিঙ্গেদহে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।