আলমডাঙ্গার পাঁচলিয়ায় রঙ্গলীলা ধামাচাপার অপচেষ্টা

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার পাঁচলিয়া গ্রামে প্রবাসীর স্ত্রী চানমনি ও প্রতিবেশী যুবক ইকরাম আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। বিষয়টি বিশেষ রফায় ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। গত রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটলে এলাকার সর্বত্র ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে, পাঁচলিয়া গ্রামের ইরাক প্রবাসী নাজমুল হকের স্ত্রী এক কন্যা সন্তানের জননী চানমনি (২৪) ঘরে ছিলেন। গত রোববার মধ্যরাতে প্রতিবেশী মোতালেব মণ্ডলের ছেলে যুবক ইকরাম (১৮) চানমনির ঘরে ঢুকে রঙ্গলীলায় মত্ত হয়। বাইরে থেকে শিকল টেনে প্রতিবেশীরা শুরু করে হই হল্লা। বিষয়টি প্রভাবশালী মহল গোপনে ধামাচাপায় রফা করে বলে অভিযোগ উঠেছে।

 

Leave a comment